ফের অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার
- আপডেট সময় : ০১:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরকে সামনে রেখে, সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে ফের অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। ব্রয়লার মুরগি একলাফে বেড়েছে কেজিতে ৪০ টাকা আর সোনালী ৫০ টাকা। সবজিতে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বাড়তি নিচ্ছেন বিক্রেতারা। ঈদের আগে ভোক্তাদের পকেট কাটতে ব্যবসায়ীরা নতুন করে সিন্ডিকেট করছে বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়ছে।
সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই ঈদের বাজার সারতে আসায় বাড়তি চাহিদায় সরবরাহ সংকটের অজুহাতে অস্থির হয়ে উঠেছে রাজধানীর মাছ-মাংস ও মুরগির বাজার। সপ্তা’র ব্যবধানে মুরগির মাংসের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি ২৬০ টাকা ও দেশি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা পর্যন্ত। একইসাথে উর্ধমুখী সবজির বাজারও। শিম, বেগুন, শসা, করলা, লাউ, পটলসহ সব ধরনের সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। চাল-ডাল, তেল, চিনি, মশলাসহ প্রায় সব পণ্যই চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। এতে চরম ক্ষুব্ধ ক্রেতারা। ক্রেতাদের দাবি- ঈদের আগে ভোক্তাদের পকেট কাটতে নতুন করে সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা। সরকারের দাম নির্ধারণের তোয়াক্কা করছেন না তারা।