ট্রেনে ঈদ যাত্রার পঞ্চম দিনে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়
- আপডেট সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৭৩১ বার পড়া হয়েছে
ট্রেনে ঈদ যাত্রার পঞ্চম দিনেও রাজধানীর কমলাপুর স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। সকাল থেকেই যথাসময়ে একটির পর একটি আন্তঃনগর ট্রেন ছেড়ে যেতে দেখা যায়। ঢাকার কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা যায়, এখনও কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।
ট্রেনের ছাদে উঠে মানুষের বাড়ি ফেরার সেই চিরাচরিত চিত্রও নেই। অনেকদিন পর বাড়ির পথ ধরা যাত্রীরা বেশ খুশি। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করার অপেক্ষায় সবাই। যাত্রীরা বলছেন, নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন তারা। নেই কোনো ভোগান্তি। তিন স্তরের তল্লাশি চৌকি পার হয়ে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের।
এদিকে, গার্মেন্টস শ্রমিকদের জন্য আজ রাত ১১টায় বিশেষ ট্রেন ছাড়বে। কাল এবং পরশুও এই বিশেষ ট্রেন জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুরে উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে ১৭ এপ্রিলের ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে।
এবার ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঘরমুখো মানুষকে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরতে দেখা গেছে। এ মহাসড়কে তৃতীয় দিনে এসেও কোথাও যানজট কিংবা ধীরগতির খবর পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। সকাল সোয়া ৯টার দিকে এসব তথ্য জানান হাইওয়ে পুলিশ।