পুলিশের ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ৯
- আপডেট সময় : ০২:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৯৪৩ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ৯ জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় গতকাল রাতে অভিযান চালিয়ে সাতটি গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুর রহমান, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন হাসান, স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাদ্দাম রবীন, রমজান আলী, বোরহান উদ্দিন, মিরাজুল রহমান, আমিনুল ইসলাম ও মিঠুন মিঞা। সকালে শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, থানায় চড়াও হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নুরুজ্জামানসহ ৯ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। রাতেই তাঁর বাসায় অভিযান চালিয়ে সাতটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসান নাজমুলের বাগানবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে নাজমুল পলাতক। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা, থানায় বেআইনি প্রবেশ করে শান্তিশৃঙ্খলা ভঙ্গ, মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের চেষ্টাসহ বিভিন্ন আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।