ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি
- আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ২১২৪ বার পড়া হয়েছে
সারাদেশে ঝোড়ো হাওয়া সাথে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।আজ সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পাশাপাশি বৃষ্টিপাতের পূরাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দিনের বিভিন্ন সময় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে বলে জানা গেছে।