দিনাজপুরে অনুষ্ঠিত হবে এশিয়ার সর্ববৃহৎ ঈদ –উল-ফিতরের জামাত
- আপডেট সময় : ১১:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
প্রায় ৬ লক্ষ মুসুল্লীর সমাগমে দিনাজপুরে গোর-এ-শহীদ সেনা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এশিয়ার সর্ববৃহৎ ঈদ –উল-ফিতরের জামাত দিনাজপুর।
এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদ জামাত । এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি । দিনাজপুর ও আশপাশের জেলা থেকে ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে এই নামাজ অনুষ্ঠিত হবে বলে আশাবাদ কর্তৃপক্ষের। দৃষ্টি নন্দন এই ঈদগাহ মিনারে রয়েছে ৫২টি গম্বুজ। প্রধান গম্বুজের সামনে রয়েছে মেহরাব,যেখানে ইমাম দাড়াবেন,যার উচ্চতা ৪৭ ফুট। এর পাশাপাশি রয়েছে ৫১টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফুট দৈর্ঘের ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। এদিকে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে এরইমধ্যে ঈদগা মাঠ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম । এসময় তিনি জানান সকল প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে । আশা করা হচ্ছে দিনাজপুর ও আশপাশের জেলা থেকে প্রায় ৬ লক্ষাধিক মুসল্লির এই ঈদ জামাতে শামিল হবে ।আশে পাশের জেলাগুলো থেকে মানুষ আনতে প্রধানমন্ত্রী বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছেন।