সংস্কার কাজ চলছে বাগেরহাটের বিভিন্ন পর্যাটন কেন্দ্রের
- আপডেট সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ১৭০২ বার পড়া হয়েছে
ঈদের ছুটিকে সামনে রেখে পর্যটক আকর্ষণে সংস্কার কাজ চলছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদসহ বাগেরহাটের বিভিন্ন পর্যাটন কেন্দ্রে। চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। এছাড়া পর্যাটক বরণে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তাসহ নানা প্রস্তুতি।
ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাগেরহাটে ছুটে আসেন পর্যাটকরা। তাই বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বণ্য-প্রাণী প্রজনন কেন্দ্রে চলছে সংস্কার কাজ। পর্যটকদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটট্রেলার মেরামত করা হয়েছে। প্রস্তুত ঝুলন্ত ব্রীজ, তথ্য কেন্দ্রসহ অন্যান্য স্থাপনা। ঘুরতে আসা পর্যাটকদের সার্বিক নিরাপত্তায় সব প্রস্তুতিও নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পর্যাটক বরণে প্রস্তুত বাগেরহাটের আরেক বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ। এক সপ্তাহ ধরে মসজিদ প্রাঙ্গণের ঘাস কাটা, ধোয়া-মোছা ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন কর্মীরা। ষাটগম্বুজ মসজিদকে আরও আকর্ষণীয় করতে আলোকসজ্জার পাশাপাশি নানা রকম ফুল গাছ গিয়ে সাজানো হয়েছে মসজিদ প্রাঙ্গণ।
এবার ঈদের লম্বা ছুটিতে পর্যটকের সংখ্যা অনেক বাড়বে বলে আশা প্রকাশ করেন, মসজিদের কাস্টোডিয়ান মোঃ জায়েদ।এছাড়া বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক ও পৌরপার্কসহ জেলার অন্যান্য পর্যাটন কেন্দ্র গুলোও সংস্কারে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
ঈদের ছুটিতে বাগেরহাটের ঐতিহ্যবাহী এসব স্পটে পরিবার নিয়ে নির্বিঘ্নে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করবে এমনটাই প্রত্যাশা সবার।