পিডিবি অফিসে টাকা ছাড়া মিলে না কোন সেবা
- আপডেট সময় : ০২:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে টাকা ছাড়া মিলে না কোন সেবা। কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী এই অফিসটিতে গড়ে তুলেছেন অনিয়মের স্বর্গরাজ্য। বিনামূল্যে বিতরণের জন্য মিটার বিক্রি, সংযোগ নিতে অতিরিক্ত টাকা আদায়, মিটার না দেখেই বিল তৈরীসহ অসংখ্য অভিযোগের তীর বিদ্যুৎ অফিসের দিকে। গ্রাহকদের পাহাড় সমান অভিযোগ থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে এমন অভিযোগ তারা পায়নি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন গ্রাহকরা। ভৌতিক বিল, বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়, বারবার মিটার পরিবর্তন করে গ্রাহকদের হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করছেন কর্মকর্তা, কর্মচারী ও অস্থায়ী নিয়োগ পাওয়া কর্মচারীরা। টাকা ছাড়া মিলছে না কোন সেবা।
সময়মত সংযোগ না পাওয়ায় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন এ অঞ্চলের কৃষক ও মৎস্য চাষীরা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলছেন, সেবার মান বৃদ্ধির পাশাপাশি অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাকে সহজিকরণে আরো আন্তরিক হবে বিদ্যুৎ বিভাগ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।