ভুল চিকিৎসায় দুই প্রসূতি মায়ের মৃত্যু
- আপডেট সময় : ১২:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
পাবনায় আইডিয়াল হাসপাতাল নামে এক বেসরকারি হাসপাতালে অপারেশনের সময় এক ঘণ্টার ব্যবধানে ভুল চিকিৎসায় দুই প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে পৃথক পৃথক ডাক্তারের সিজারিয়ান অপারেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করে জেলা স্বাস্থ্য বিভাগ। এসময় হাসপাতাল সিলগালা করে দেয় প্রশাসন। ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মারা যাওয়া দুই প্রসূতি হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুরের স্বপ্না খাতুন ও কুষ্টিয়ার শিলাইদহ গ্রামের ইনসানা খাতুন।
নিহতদের পরিবারের অভিযোগ, ঘটনার আগের দিন তাদের এই হাসপাতালে ভর্তি করানো হয়। ইনসানা খাতুনের অপারেশন করেন, ডাক্তার জাহিদা জহুরা। আর ডাক্তার কাজী নাহিদা আক্তার লিপি স্বপ্না খাতুনের অপারেশন করেন। ডাক্তারের ভুলে দু’জনেরই মৃত্যু হয়েছে বলে দাবি উভয় পরিবারের। পাবনার সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, ঘটনার পর প্রাথমিকভাবে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।