সুশাসনের সব সূচকে ২২ বছরে ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৭১২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সুচকে অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত ক্যাটাগরিতে বাংলাদেশ। এ বছর ১৬৪ দেশের মধ্যে দেশটির অবস্থান ১৪১তম। এমন তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সকালে রাজধানীর এক হোটেলে ইউএসএআইডি এবং দ্য এশিয়া ফাউন্ডেশন উদ্যোগে আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা, সমৃদ্ধি ও সুশাসন সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এসময় রাজনৈতিক, অর্থনৈতিক ও মত প্রকাশের স্বাধীনতা সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য বলেও মন্তব্য করেন পিটার হাস। তিনি বলেন, ২২ বছর ধরে প্রায় সব সূচকে বাংলাদেশের অবনতি হচ্ছে, এবছর ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এছাড়া সমৃদ্ধি সূচকে অধিকাংশ ক্ষেত্রে অসমৃদ্ধ ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান ১৬৪ দেশের মধ্যে ৯৯তম, যা মধ্যম আয়ের দেশ ও সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নের পথে বিরাট বাঁধা। এসময় বাংলাদেশের সমৃদ্ধি ও সুযোগ সৃষ্টিতে যুক্তরাষ্ট্র কাজ করতে চায় বলে জানান মার্কিন রাষ্ট্রদূত।