ঝালকাঠির গাবখানের টোলপ্লাজায় ট্রাক চাপায় ১২ জন নিহত
- আপডেট সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে প্রাইভেটকার ও অটোরিক্সাকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক চাপা দিলে ১২ জন নিহত হয়েছে।গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে।
ঝালকাঠিতে প্রাইভেটকার ও অটোরিকশাকে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় মারা গেছেন ১২ জন। বুধবার দুপুরে গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাবখান সেতুর টোলপ্লাজায় টাকা দেয়ার অপেক্ষায় ছিল অটোরিক্সা, প্রাইভেটকারসহ কয়েকটি গাড়ি। সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নেমে যায়। এতে প্রাইভেটকার ও অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যায় অটোরিক্সা ৭ আরোহী ও প্রাইভেটকারের ৫ আরোহী।
এদিকে, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলাপ্রশাসক এবং নিহত পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেয়া হবে।
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের এক শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকালে শহরের ইয়াদ আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। মোটরসাইকেল দুটি হেফাজতে নেয়া হয়েছে।