রাজনীতি এখন অতি ধনী তৈরির কারখানা : হোসেন জিল্লুর
- আপডেট সময় : ০৯:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ১৬০৪ বার পড়া হয়েছে
সস্তা শ্রমের অর্থনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশ। আর রাজনীতি পরিণত হয়েছে অতি ধনী তৈরির কারখানায়। এ মন্তব্য সাবেক বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের। বেসরকারি গবেষণা সংস্থা- সিপিডি আয়োজিত “ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ” বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন বিস্ময়করভাবে নয়; এটি হয়েছে প্রথাগতভাবে। এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশ যেন মধ্যম আয়ের ফাঁদে আটকে না যায়, সেদিকে নজর রাখার আহ্বান জানান অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের ৫০ বছরের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে ‘ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির আপাত উন্নয়ন কোন বিস্ময় নয়– বিভিন্ন নিয়ামকের সমন্বয়ের মধ্য দিয়েই তা হয়েছে।
আগামীর অর্থনৈতিক এজেন্ডাই রাজনীতির এজেন্ডা হবে বলে মনে করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, মধ্যম আয়ের দেশে উত্তরণের পর বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জ শুরু হবে। সেজন্য প্রস্তুত থাকতে হবে।
দেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতার মাঝে অপ্রাতিষ্ঠানিক খাতের বিকাশ হলেও সুশাসন, বাক-স্বাধীনতা নিশ্চিত হয়নি বলে জানান বক্তারা।
৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য চোখে পড়ার মতো হলেও তত্ত্বাবধায়ক সরকারের মতো রাজনৈতিক সাফল্য ডাস্টবিনে ছুঁড়ে ফেলা সঠিক হয়নি বলে মন্তব্য করেন সিপিডির চেয়ারম্যান ড. রেহমান সোবহান।