সয়াবিনের সঙ্গে কারণ ছাড়াই বেড়েছে দেশী সরিষার তেলের দাম
- আপডেট সময় : ১১:২৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / ১৬৬২ বার পড়া হয়েছে
রমজান পার হতে না হতেই ফের বাড়লো সয়াবিন তেলের দাম। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে নতুন দাম ১৬৭ টাকা নির্ধারণ করলেও বাজারে বিক্রি হচ্ছে ১৭৩ টাকা লিটার। সয়াবিন তেলের সাথে বেড়েছে দেশী সরিষার তেলের দামও। এ নিয়ে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ। সব ধরনের কর কমিয়ে যৌক্তিক পর্যায়ে তেলের দাম নির্ধারণের দাবি তাদের।
ঈদের পর কোন কারণ ছাড়াই হঠাৎ করে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার থেকে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ায়। তবে বাণিজ্য মন্ত্রণালয় ৪ টাকা বাড়ানোর অনুমোদন দিলেও বাজারে এখনো ১০ টাকা বাড়তি ধরেই ১৭৩ টাকা লিটারেই বিক্রি হচ্ছে সয়াবিন। নতুন দামের তেল বাজারে না এলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে এই বাড়তি দামেই। আবার কিছু কোম্পানি বোতলজাত সয়াবিন বাজারে সরবরাহ বন্ধ রেখেছে। তেলের দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ আবার তেতে উঠেছে। এতে চরম ক্ষুব্ধ সবাই।