নির্মাণের ৫ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েদের স্কুল
- আপডেট সময় : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের স্কুল ও ডরমেটরি। ফলে, নষ্ট হচ্ছে অবকাঠামো এবং বিভিন্ন সরঞ্জামসহ আসবাব। জেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য মতে, লোকবল নিয়োগের অনুমোদন না হওয়ায় এটি চালু করা যাচ্ছে না। তবে, দ্রুতই লোকবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
কিশোরগঞ্জ জেলা শহরের সরকারি বালিকা শিশু পরিবারের ফটক দিয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে সাইনবোর্ড বিহীন দোতলা একটি বিল্ডিং। এটি জেলার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশুদের জন্য নির্মিত আবাসিক স্কুল ও ডরমেটরি। ২০১৯ সালে ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এ দোতলা বিল্ডিংটি নির্মাণ করে গণপূর্ত অধিদফতর।
নির্মাণের পাঁচ বছর পরেও প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় নষ্ট হচ্ছে অবকাঠামো, আসবাবসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। সরকারিভাবে থাকা-খাওয়া এবং পড়ালেখার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জেলার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশুরা।
লোকবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হচ্ছে না জানালেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক। চেষ্টা অব্যাহত আছে বলে জানান প্রতিষ্ঠানটি পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি।এ প্রতিষ্ঠানটি চালু হলে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশু এখানে থাকা-খাওয়া এবং পড়ালেখার সুযোগ পাবেন।