অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ বাড়ালে, রক্ষা পেতো বিশ্ব : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৬১৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অস্ত্র কেনায় অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ বাড়ালে বিশ্ব রক্ষা পেতো। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ন্যাপ এক্সপো-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হুমকিতে থাকা দেশগুলো যাতে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সাফল্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ঢাকায় প্রথমবারের মতো শুরু হলো জলবায়ু অভিযোজন সম্মেলন বা ন্যাশনাল এডাপটেশন প্ল্যান- ন্যাপ এক্সপো-২০২৪। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাপ এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, যেসব দেশ এরই মধ্যে ন্যাপ প্রণয়ন করেছে, তারা যেন সহজেই ধনী দেশের আর্থিক সহযোগিতা লাভ করতে পারে।
বিশ্ব রক্ষায় যুদ্ধে অর্থব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ খরচ বাড়াবার পরামর্শ প্রধানমন্ত্রীর।
বঙ্গবন্ধু কন্যা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে চলতে অভিযোজন সক্ষমতা বাড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবীর গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।