রুমায় ব্যাংক ডাকাতির মামলায় আরও ৩ নারী কারাগারে
- আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি মসজিদে হামলা টাকা অস্ত্র লুটের ঘটনা মামলায় আরো ৩জন কুকি-চিন নারী সদস্যকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত
দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। গেল রোববার যৌথ বাহিনী রুমা উপজেরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।আসামিরা হলেন, রুমা ইডেন পাড়া এলাকার লাল নুন পুই বম, লাল রুয়াত ফেল বম, লাল এং কল বম।আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমায় উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এই পর্যন্ত ৭১ জনকে কে গ্রেফতারের পর বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত।