টানা তাপপ্রবাহে বাগান থেকে ঝরে পড়ছে আম
- আপডেট সময় : ১০:১৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
টানা তাপপ্রবাহ ও খরার ফলে বাগান থেকে ঝরে পড়ছে আম। বৃষ্টির অভাবে মাঝারি আকৃতির গুটি আমে বাড়ছে পোকা মাকড়ের উপদ্রব বেড়েগেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে সাতক্ষীরার আম বাগান মালিকরা। আর টানা তীব্র গরমে আম টিকিয়ে রাখতে বাগান মালিকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ।
ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম আগে পাকে। তবে বৈরী আবহাওয়ার কারনে এবছর আমের ফলন বিগত কয়েক বছরের তুলনা অনেক কম। তীব্র গরমে এবার কালবৈশাখীর কবলে পড়তে পারে আমবাগান। গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরায় গড় তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। তার সঙ্গে যোগ হয়েছে অনাবৃষ্টি। ফলে তীব্র খরায় আম বাগান গুলোতে দেখা দিয়েছে পানিশূন্যতা। এ
দিন দিন তাপমাত্রা বাড়ছে। প্রচন্ড গরমের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে জানান আমবাগান মালিকরা। জেলা কৃষি বিভাগ বলছেন, টানা তীব্র গরমে আম টিকিয়ে রাখতে বাগান মালিকদের সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষি বিভাগের তথ্যমতে, সাতক্ষীরা জেলায় ৪ হাজার ১১৮ হেক্টর বাগানে চলতি বছর ৫০ হাজার মেট্রিক টন আম লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।