ট্রেনের নিচে কাটা পড়ে অটোরিকশার দুই যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৭০৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ট্রেনের নিচে কাটা পড়ে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। গত রাতে নগরীর পচা পুকুর পাড় রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান জানান, ঢাকা থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পথে ওই এলাকায় রেললাইনে উঠে পড়া অটোরিকশাটিকে ট্রেনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। আহত হয় এক শিশু। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।