দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে
- আপডেট সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৭৩২ বার পড়া হয়েছে
রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের বেশিরভাগ জায়গায় মৃদু থেকে মাঝারী তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টি ছাড়া চলমান এই তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। তবে পূর্বাভাসে সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে শ্রমজীবী মানুষ।
চলমান তাপপ্রবাহ রাজধানী ঢাকা যেনো উত্তপ্ত দ্বীপ। যার কারণে তীব্র তাপদাহে ওষ্ঠাগত জনজীবন। কারণ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না নগরবাসী।
এমন অসহনীয় গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। তাইতো, গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন তারা।
হোটেল রেস্টুরেন্টে এসি চালিয়েও কুল কিনারা করতে পারছেনা দোকানীরা। এমন গরমে রেস্টুরেন্টে খেতে আসে আগের চেয়ে কম মানুষ।
আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মে-জুনে বিক্ষিপ্তভাবে বৃস্টির সম্ভাবনা থাকলেও টানা বৃষ্টি না হওয়া পর্যন্ত তীব্র গরম থেকে রেহাই মিলবে না।
জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তি বিরাজ করবে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।