বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ জন হস্তান্তর
- আপডেট সময় : ১১:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১৬০৭ বার পড়া হয়েছে
মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি। ভোরে কক্সবাজারের বিআইডাব্লিউ টিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়।
ভোরে বিজিপি সদস্যদের হস্তান্তরে ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিন ডুইনের উদ্দেশ্যে কক্সবাজারে বিআইডাব্লিউ টিএ ঘাট ছেড়ে যায়। এর আগে জাহাজে করে আগত মিয়ানমারের প্রতিনিধিরা বিজিবির নাইক্ষ্যংছড়ি ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করে। যেখানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে জাহাজে করে আগত বিজিপি সদস্যদের কাছে আশ্রয় প্রাপ্তদের হস্তান্তর করা হয়।চলতি বছরে এ পর্যন্ত ৬’শ জনের বেশি আশ্রয়প্রার্থী মিয়ানমারের বিজিপি ও সামরিক বাহিনীর সদস্যকে মানবিক বিবেচনায় আশ্রয় দান ও প্রত্যাবাসন করা হয়েছে।