নির্মাণের ৩২ বছর পরও আদায় করা হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল
- আপডেট সময় : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / ২০৫২ বার পড়া হয়েছে
নির্মাণের ৩২ বছর পরও আদায় করা হচ্ছে ময়মনসিংহের বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল। দীর্ঘদিনেও টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মানুষ। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের নেতারা। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, টোল আদায় বা বন্ধ করা এটি মন্ত্রণালয়ের বিষয়।
১৯৯১ সালে উদ্বোধনের পর থেকেই আদায় হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল। বর্তমানে যানবাহনের আকার ভেদে ১০ টাকা থেকে ২৫০ টাকা করে টোল দিতে হচ্ছে।
দীর্ঘ ৩২ বছরেও টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ পরিবহন চালক ও মালিকরা। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, কোন নিয়মনীতি ছাড়াই প্রতি বছর টোল আদায়ের হার বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন তারা।জেলা নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, এই সেতুর টোল আদায় বন্ধ করা না হলে আন্দোলনের বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।এদিকে এই সেতুর টোল আদায় সম্পূর্ণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
৯৭ কোটি টাকা ব্যয়ে এই সেতু দিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার যানবাহন চলাচল করে। গত তিন বছরে টোল ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা।