পাবনার চাটমোহরে ঐতিহ্যবাহী চড়ক পূজার শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ২৫৩০ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে গুনাইগাছা ২১৪বছরের ঐতিহ্যবাহী চড়কবাড়ি মন্দিরে শুরু হয়েছে তিন দিনব্যাপী শ্রীশ্রী মহাদেব ও চড়ক পূজা।
পাঠে ধুপের মধ্যে দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। মূল সন্যাসী শ্রী বিশ্বনাথ দে জানান, চড়ক পূজার মধ্য ছিল সকল জীবের কল্যাণে প্রার্থনা, ভোগের হাজরা, হাজরা, ভরন, শিবকালী নেত্যৃ, নিমাই নাচ ও পূজা অর্চেনা।মন্দিরের সভাপতি শ্রী হারাধন দাস বলেন, বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে।