পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত : কাদের
- আপডেট সময় : ০৪:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর বনানীতে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে কোন বিদেশি শক্তির প্রভাব ছিল না উল্লেখ করে, জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা ষ্পষ্ট করার দাবি জানান ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামাল। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় গৃহবন্দি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন শেখ জামাল। পরে ভারতের আগরতলায় বাংলাদেশ লিবারেশন ফোর্সেসে যোগ দিয়ে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার লেফটেন্যান্ট শেখ জামাল।
৭১তম জন্মদিনে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ জামালের সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শেখ জামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে মহান মুক্তিযুদ্ধে শেখ জামালের ভুমিকার কথা স্মরণ করেন ওবায়দুল কাদের। বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্নের মধ্য দিয়ে দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে দাবি করে, দেশের উন্নয়ন নিয়ে বিএনপির নেতবাচক বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি প্রভাবশালী দেশের চাপ ছিল। জাতীয় পার্টির এমন মন্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। এছাড়া দিবসটি শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানান যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।