পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে চট্টগ্রামের মানুষ
- আপডেট সময় : ০৫:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ১৮০৬ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে চুয়েট শিক্ষার্থীদের হাতে শ্রমিক নাজেহাল, গণপরিবহনে আগুন ও নৈরাজ্য বন্ধের দাবিতে চট্টগ্রামে চলছে টানা ৪৮ ঘন্টার ধর্মঘট। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
কর্মসুচী অনুযায়ী সকাল ৬ টা থেকে চট্টগ্রাম থেকে সব ধরনের গণ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সিটি সার্ভিসের গাড়িগুলোও চলছে না। বিষেশ করে আন্ত:জেলা যাত্রী ও অফিসগামী মানুষদের দুর্ভোগ সীমা ছাড়িয়েছে। তীব্র তাপদাহের মধ্যে যানবাহনের জন্য মোড়ে মোড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ যাত্রীদের। দীর্ঘ সময় অপেক্ষা করে গাড়ি না পেয়ে অনেকেই পায়ে হেটে কিংবা বোশি টাকা দিয়ে সিএনজি অটোরিকশা ও রিক্সায় করে গন্তব্যে গেছেন। সুযোগ বুঝে সিএনজি ও রিক্সার ভাড়াও বাড়িয়ে দেয়া হয়েছে কয়েকগুন। গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের হুঁশিয়ারী, দাবি আদায় না হলে ২ মে থেকে দেশব্যাপী কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী মোটরসাইকেল আরোহী নিহত হয়। এই ঘটনায় টানা চারদিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা।