হবিগঞ্জে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ১৬২০ বার পড়া হয়েছে
সারাদেশে তীব্র দাবদাহের মধ্যে হবিগঞ্জে কাল বৈশাখি ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডব দেখা দিয়েছে। শিলাবৃষ্টি ও ঝড়ে হাওরের বোরো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় ঘর ও দোকানের টিনের চালা লন্ডভন্ড হয়ে গেছে।
আজ রোববার (২৮ এপ্রিল) বিকেল দুই ধাপে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা, গজনাইপুর, দেবপাড়া ও পানিউমদা ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির সাথে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। প্রায় ২০ মিনিটের মতো এ শিলাবৃষ্টির সাথে থেমে থেমে দমকা হাওয়া স্থায়ী ছিল। ছোট ও মাঝারি শিলার সাথে যে বড় বড় শিলা ঝরে পড়ে তাঁর ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম। এতে অনেকের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।