বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা
- আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
বৃষ্টি নামার সম্ভাবনায় বুধবার থেকে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে, সারাদেশে গরমের দাপট অব্যাহত থাকায় হাঁসফাঁস অবস্থা মানুষের। দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে গতকাল সিলেটে ১৬ মিলিমিটার ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ মিলিমিটার বৃষ্টিপাতের পর সেখানে গরমের তেজ কিছুটা কমেছে।
চট্টগ্রাম বিভাগেও গরমের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে ঢাকা বিভাগসহ দেশের বেশিরভাগ অঞ্চলে চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ও আগামীকাল গরমের দাপট অব্যাহত থাকবে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৯ ডিগ্রি। রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বাগেরহাটের মোংলা, কুষ্টিয়া, খুলনা, পাবনা, ঈশ্বরদী, নওগাঁ, নীলফামারী, টাঙ্গাইল, ফরিদপুর ও গোপালগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪০ ডিগ্রির ওপরে। প্রচণ্ড গরমে সারাদেশে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের সড়ক। আবহাওয়া বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।