রহস্যজনকভাবে আগুনে পুড়ে যাচ্ছে আলতাদিঘী জাতীয় উদ্যানের গাছ
- আপডেট সময় : ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ২০৮১ বার পড়া হয়েছে
মাঝেমধ্যেই রহস্যজনক আগুনে পুড়ে যাচ্ছে নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানের মূল্যবান গাছ। বড় বড় শাল-সেগুনসহ অসংখ্য গাছ-গাছালি ধ্বংস প্রতিনিয়ত । হুমকির মুখে পড়েছে পরিবেশ।, বিলুপ্ত হচ্ছে অজগর, বানর, বাঘসহ অসংখ্য বন্য প্রানী। বন ধ্বংসে পরিকল্পিত আগুন; বলছেন পরিবেশবাদীরা।
আগুন লেগে পুড়েছে বন, পুড়েছে বসতবাড়ি। তাইতো ছন্নছাড়া ঘুঘু ছানাটি।নওগাঁর আলতাদিঘী সালবনে আগুন লাগে গত ২৩ এপ্রিল। এতে পুড়ে ছাই হয়েছে বিশালাকৃতির শাল, সেগুন, জারুলসহ বহু মূল্যবান বৃক্ষ।বন ছেড়ে পালিয়ে গেছে নানা প্রজাতির বন্যপ্রাণী। গত দেড় মাসে বনের অন্তত ৯টি স্থানে বড় বড় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বন বিভাগের উদাসিনতায় ঘটছে আগুনের ঘটনা।বহু বছর এই বনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন বসির উদ্দিন। জানান, দিনে দিনে এই বন ঘিরে মাদক কারবারীদের আধিপত্য বাড়ছে। অগ্নিকান্ডের ঘটনাগুলোর জন্য মূলত তারাই দায়ী। অন্যদিকে এখন পর্যন্ত দোষীদের সনাক্ত করতে পারেননি দায়িত্বশীলরা।
পরিবেশ বাদীরা বলছেন, পরিকল্পিতভাবে বনে দেয়া হচ্ছে আগুন। ফলে পরিবেশের পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। দ্রুতই আইনী ব্যবস্থা নেয়ার দাবি তাদের ।২০১১ সালে জাতীয় উদ্যানের তকমা পাওয়া এই বনের আয়তন ২৬৫ একর।