৪ ও ৫ মে সারাদেশে টানা বৃষ্টির সম্ভাবনা
- আপডেট সময় : ০১:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
আগামী ২ দিন সারা দেশের তাপ প্রবাহ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সকালে আবহাওয়া দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয় ২ মে থেকে দেশের পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে এসব এলাকায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে। আর ৪ ও ৫ মে সারাদেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে। তবে খুলনা-রাজশাহীতে হিটওয়েভ কমতে কিছুটা সময় লাগবে বলেও জনায় আবহাওয়া অফিস।
১ এপ্রিল থেকেই তাপে পুড়ছে দেশ। পুরো মাসে তাপমাত্রার পারদ ছিল ৩৪ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, বাগেরহাটে প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।
রাজধানী ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি কম থাকলেও অনুভূতি হচ্ছে বেশি। ফলে চরম বিবেকের রাজধানীর সব শ্রেণী পেশার মানুষ। এমন বাস্তবতা আরো দুদিন অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। ২ তারিখ থেকে টানা বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসলেও খুলনা-রাজশাহী বিভাগে হিটওয়েভ কমতে কিছুটা সময় লাগবে বলেও জনান তিনি। মে মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা আবারও বাড়ার শঙ্কা রয়েছে বলে জানাই আবহাওয়া অধিদপ্তর।