উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মাঠে নামবে না : ইসি মো. আলমগীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মাঠে নামবে না বলে জানিয়েছেন ইসি মো. আলমগীর। দুপুরে মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
ইসি মো. আলমগীর বলেন, নির্বাচন নিয়ে যে কোন দলের সিদ্ধান্ত তাদের নিজস্ব। নির্বাচন কমিশন সেখানে হস্তক্ষেপ করবে না। আইনের ভেতরে থেকে যে কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সবার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন কমিশনার মো: আহসান হাবিব খান। দুপুরে সাতক্ষীরায় যশোর ও সাতক্ষীরা রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন শৃংখলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলা নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।