কুষ্টিয়ায় দফায় দফায় বাড়ছে চালের দাম
- আপডেট সময় : ১১:১৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। পহেলা বৈশাখ থেকে চালের বস্তায় মুল্য, উৎপাদানের তারিখ লেখা বাধ্যতামুলক সরকারী আইন এখন কার্যকর হয়নি। এ সব বিষয়ে বরাবরের ন্যায় খোড়া যুক্তি তুলে আইন না মানার অজুহাত দেখানো ছাড়াও চালের বাজার অস্থির করে তোলার প্রচ্ছন্ন হুমকি চালকল মালিকদের। আর পরিপত্রের নির্দেশনা বাস্তবায়নসহ চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে কঠোর অবস্থানে সরকার।
তাপদাহে পুড়ছে জনজীবন। তার উপর চালের মুল্য বৃদ্ধি নেই তদারকি। পৌর বাজারে এসে অস্থির হয়ে পড়ছেন সাধারণ মানুষ। আইন করলেই হবে না তা কার্যকর করতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকেও উদ্যোগী হতে হবে। মিলমালিকরা বস্তায় মুল্য, উৎপাদানের তারিখ না লিখলে বিক্রেতাদের কি করার আছে আর এমন অভিযোগ এসব ক্রেতা ও বিক্রেতাদের।বরাবরের ন্যায় এবারেও চালকল মালিক সমিতির নেতারা সরকারি পরিপত্রের নির্দেশনাকে রাতারাতি মানতে নারাজ। বিবিধ খোঁড়া যুক্তি তুলে ধরে কার্যত: পরিপত্রে নির্দশনাকে প্রচ্ছন্ন ভাবে চ্যালেঞ্জ করে চালের বাজার অস্থিতিশীল করার হুমকি মিল মালিকদের ।পরিপত্রে নির্দেশনার কোন প্রতিফলন এখনও চালের বাজারে ঘটেনি স্বীকার করলেন জেলা বাজার মনিটরিং কর্মকর্তা ।সরকারী নির্দেশনা না মেনে চাল বাজারজাত করলে জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে মিলারদেও এমন কথা জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।জেলা প্রশাসনের পক্ষ থেকে মিলমালিকদের জানিয়ে দেয়া হয়েছে, সরকাররে নির্দেশনা না মানলে আইগত ব্যবস্থা নেয়া হবে।
চাল বাজারে অস্থিরতার লাগাম ধরতে সরকারী কোন উদ্যোগই যেনো কার্যকর হচ্ছে না। অতি মুনাফালোভী মিলারদের তালবাহানায়। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী সচেতন মহলের।