খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আ’লীগের লক্ষ্য : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ১৬২৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মানুষের কল্যাণেই সবসময় কাজ করে আওয়ামী লিগ সরকার। আওয়ামী লিগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই শ্রমিকদের মজুরি বাড়িয়েছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসে অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের পাওয়া মালিকদের যথাযথভাবে পরিশোধ করারও তাগিদ দেন তিনি। আন্দোলনের নামে বিএনপি জামায়াত জোট শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।
মহান মে দিবস উপলক্ষ্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে সব সময়ই কাজ করে আওয়ামী লিগ সরকার।জানান শ্রমিকদের পাওয়া মালিকদের যথাযথভাবে পরিশোধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে কেউ বঞ্চিত করলে ব্যবস্থা নেয়ার কথাও জানান সরকার প্রধান। তিনি বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামায়াত জোট। বিলাসিতা কমিয়ে শ্রমিকদের স্বার্থ দেখান আহবান মালিকেদর। পাশাপাশি কারখানা রক্ষায় শ্রমিকদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা।