সিলেটের হাওড়ে বোরোর বাম্পার ফলন
- আপডেট সময় : ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ১৬৯১ বার পড়া হয়েছে
সারা দেশে হিট অ্যালার্টের মাঝেও বোরো ফসল ঘরে তুলতে মাঠে নেমেছেন সিলেটের কৃষক। কয়েকদফা শিলাবৃষ্টিতে ফসলহানি না হলেও বৈরী প্রকৃতির মাঝেও ৪ জেলার সব হাওড়ে এখন ধান কাটার ধুম। সারা দেশে বৃষ্টির প্রত্যাশা থাকলেও বৃষ্টি চান না হাওড়ের কৃষকরা। কৃষি বিভাগের সহায়তা ছাড়াই এবার সিলেটের হাওড়ে বোরোর বাম্পার ফলন হয়েছে।
সিলেট বিভাগের চার জেলায় ৪ লাখ ৯২ হাজার ৯৭০ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদিত হয়েছে।আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় আগে থেকেই ধান কাটা শুরু করেছেন কৃষকরা। পাকা ধানের মৌ মৌ গন্ধ বাতাছে ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ। আগের বছরের ক্ষতি পুষিয়ে নিতে সর্বস্ব দিয়ে ফসলের মাঠে ফলেছে সোনালী ধান। আর বাড়তি যত্নের কারণে বাম্পার ফলনও হয়েছে। প্রয়োজনীয় সার বীজ ও সহযোগিতা না পেয়ে হতাশ কৃষকরাতবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বন্যায় ফসলি জমিতে পলির আস্তরণ পড়ায় এমনিতেই উর্বর সিলেট অঞ্চলের ফসলী জমি। পাশাপাশি সিলেট বিভাগের কৃষকদের মধ্যে বর্গা চাষী আনুপাতিক হারে বেশি। তাই উৎপাদন খরচ কমাতে কৃষকরা সারের ব্যবহার কম করেন। আর এ কারণে সরকারি গুদামে বিপুল পরিমাণ সার অবিক্রিত রয়ে গেছে।
আগাম বন্যা কিংবা প্রকৃতিরা বৈরিতা না আসলে সোনার ফসল ঘরে তুলে আগামীর সুন্দর স্বপ্নে বিভোর সিলেটের কৃষকরা।