জনগণের অধিকার নিশ্চিতে ক্ষমতায় এসেছে আ’লীগ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের অধিকার নিশ্চিত করতেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে আর বিএনপি ভোটের অধিকার কেড়ে নেয়। থাইল্যান্ডের রাষ্ট্রীয় সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সফরে দু’দেশের মধ্য ৫টি নথি সইয়ের মাধ্যমে বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্কে নতুনমাত্রা যোগ হয়েছে। সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক হয়ে থাকবে বলেও জানান শেখ হাসিনা।
থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরের বিস্তারিত জানাতে গণবভনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লিখিত বক্তব্য প্রধানমন্ত্রী তুলে ধরেন সফরের খুটিনাটি। জানান, থাইল্যান্ডে সরকারী সফর দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক হয়ে থাকবে।সফরে ফিলিস্তিনে গণহত্যাসহ রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এক হয়ে কাজ করার তাগিদ দেন সরকার প্রধান। প্রশ্ন-উত্তর পর্বে নানা জিজ্ঞাসাবাদের জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতেই ক্ষমতায় এসেছে আওয়ামীলীগ।
তিনি বলেন, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আওয়ামী লীগ।তীব্র তাপদাহে সকলকে সচেতন থাকার আহবান জানান প্রধানন্ত্রী শেখ হাসিনা।