৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২
- আপডেট সময় : ০৩:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে ৪জনসহ গাজীপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জে ১২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, ভোরে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এতে সিএনজি চালকসহ ৪জন নিহত হয়।
গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাক-পিকাপ ভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরও ১১ নির্মাণ শ্রমিক আহত হন।ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুরে পিকাপ ভ্যানে মিক্সার মেশিন নিয়ে ১৩ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর মাওনার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পিকাপের পেছনে ড্রাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে পিকাপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হন। আহত ১২জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৩জন। সকালে শ্রীনদী-রাজৈর আঞ্চলিক সড়কের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ায় আরেক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুজন। গতকাল রাত পৌনে ২ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনজন। চালকসহ আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।