স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে সারাদেশে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৮:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনিদের গাজায় সাত মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। এ হামলা বন্ধ এবং মার্কিনী সহযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এবার এই বিক্ষোভের পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ করেছে মহানগর ছাত্রলীগ।দেশব্যাপী ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর সি আর বি সাত রাস্তা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে এতে নগরীর স্কুল-কলেজসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। এতে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির প্রতি অকুন্ঠ সমর্থন জানায় তারা।
ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে সরকারি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। ছাত্রলীগের নেতাকর্মীসহ সহ্ররাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণের পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পৌর সুপার সমার্কেটের সামনে ছাত্র সমাবেশে মিলিত হয়।
পঞ্চগড়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় পতাকা উত্তোলন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়।
বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজবাড়ীতে কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।সরকারী কলেজসহ জেলার অন্যান্য কলেজে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়।