ডামি প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ১৭০৬ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সম্পদ লুটপাট করতেই বার বার ডামি ও প্রহসনের নির্বাচন করছে সরকার।
ক্ষমতাসীন দলের প্রার্থীরা অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। এক একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা জমির মালিক। তাদের আয় বেড়েছে ১২শ থেকে ১৮শ গুন। সেই অবৈধ অর্থ দিয়েই নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। তিনি বলেন, এসব ডামি প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল ১৪১ উপজেলায় জালিয়াতির নির্বাচন হবে। যিদও জনগণ সে নির্বাচনে যাবে না । সকালে বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণে সময় এসব কথা বলেন বিএনপির এই নেতা।