তিস্তায় অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ১৬৭০ বার পড়া হয়েছে
তিস্তায় অর্থায়ন করতে চায় ভারত। ভারতের ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। এছাড়া ভিসা সহজীকরণ, ক্যাপাসিটি ও কানেকটিভিটি বাড়ানোর ব্যাপারেও কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সাথে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, সীমান্ত হত্যা বন্ধে আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে তিস্তা চুক্তি নিয়েও। ভারতের নির্বাচন পরবর্তী সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচন অনেক দেশের তুলনায় ভালো হয়েছে বলেও জানান ড. হাছান মাহমুদ। ভারতের জমি ব্যবহার করে নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত। তিস্তা নিয়ে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।