চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি কর্ণফুলীর তলদেশ থেকে উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।
গতরাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ- বলবান। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে নদীর তলদেশে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে নামে অনুসন্ধানী জাহাজ- সোনার। রাত ৮টার দিকে পিসিটি টার্মিনালের বিপরীতে কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে বিমানটি শনাক্ত করা হয়। এরপর নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে বিমানটি উদ্ধার করে। এদিকে সন্ধ্যার পর পতেঙ্গা বিমানঘাটিতে দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।