বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত
- আপডেট সময় : ০৩:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ১৬৪১ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন। সকালে উপজেলার তাফালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টং দোকানে বসে চা খাচ্ছিলেন ৮ শ্রমিক। হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে শুরু হয় বৃষ্টিসহ বজ্রপাত। এতে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ মিলন ও মোস্তফা হোসেন নামের ২ জন শ্রমিক। আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে আহমেদ মল্লিক (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) সকালে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পাটাচোরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
মৃত আহমেদ মল্লিক একই উপজেলার পাটাচোরা গ্রামের মৃত খেদের আলী মল্লিকের ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আহমেদ আলী ও তার ছেলে স্যালোমেশিন দিয়ে কৃষিজমিতে সেচ দিচ্ছিল। এসময় বজ্রপাতে আহমেদ আলী গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী নওরীন জানান, আহমেদ আলীকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।