কক্সবাজারে শুরু হয়েছে দু’দিনব্যাপী ডিসি সাহেবের ঐতিহ্যবাহী বলি খেলা
- আপডেট সময় : ০৬:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ১৬১৮ বার পড়া হয়েছে
পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে দু’দিনব্যাপী ডিসি সাহেবের ঐতিহ্যবাহী বলি খেলা ও বৈশাখী মেলা। শুক্রবার বিকেলে বলীদের অংশগ্রহণে জমে ওঠে খেলার প্রথম দিন। অংশ নিচ্ছেন ৩ শতাধিক বলি।
সুরের মুর্চনা আর ঢাক-ঢোলের বাজনার তালে তালে অবসরে যাওয়া বলীদের নাচ মুগ্ধতা ছড়ায় পুরো আয়োজনজুড়ে। বলীদের কুস্তি লড়াইয়ের আগে এমন বলি নাচ পুরনো রীতি। ডিসি সাহেবের বলি খেলার প্রথম দিনেও ঠিক তাই হলো। দুই দিনব্যাপী ডিসি সাহেবের বলিখেলা জেলা প্রশাসকের উদ্বোধনের পর শুরু হয় বলিদের শ্রেষ্ঠত্বের লড়াই।শরীরজুড়ে মাংসপেশী বা শক্তি থাকুক বা না থাকুক কুস্তিগিররা লড়েছেন একে অপরের সঙ্গে। কৌশল দিয়ে জয় পেয়েছেন অনেকেই, কেউ আবার হেরেছেন কৌশলের কাছেই। এমন সুন্দর আয়োজনে বেশ খুশি বলিরা। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারী ভরা দর্শক। শহরের মাঠে গ্রামের বলিখেলা দেখাতে পেরে খুশি আয়োজকরাও।কক্সবাজারের জেলা প্রশাসক বললেন, ঐতিহ্যের এই বলি খেলা ছেলে বেলাকে জাগিয়ে দেয়। প্রশান্তি দেয় জটবাঁধা মনে।আয়োজকরা বললেন, মানুষের জীবন থেকে গ্রামের সহজ সরলতা ধুয়ে গেছে অনেকক্ষাণি। তাই বলি খেলাটাকে ধরে রাখতে প্রতি বছর তাদের এই চেষ্টা।