বাংলাদেশের দেয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৭২৬ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে বাংলাদেশের দেয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ। ১৫ রানে হারায় ৩ উইকেট। পরে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৫৪ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৩৬ রান। জাকের আলী করেন ২৪ রান। সফরকারীদের হয়ে দুইটি করে উইকেট নেন মুজারাবানী ও ব্রায়ান বেনেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে করেন ৩৮ রান।