বিএনপিকে মদদ দিতে আসার মতো বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি নেই : কাদের
- আপডেট সময় : ০২:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
বিএনপি ও সমমনাদের অগ্নিসন্ত্রাস মোকাবিলা করা হবে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন।
ইতিবাচক রাজনীতি না করার কারণে বিএনপি ধ্বংসের পথ বেছে নিয়েছে মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগের তা প্রয়োজন নেই। ক্ষমতা থেকে পালিয়ে যাবার রেকর্ড আওয়ামী লীগের নেই বলে উল্লেখ করেন দলের সাধারণ সম্পাদক। বলেন, জনগণের ভোটে নির্বাচিত দল কখনো পালিয়ে যায় না। তবে বিএনপির মূল নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছেন বলেও জানান তিনি। ডোনাল্ড লু সফর সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আমেরিকার প্রেসিডেন্টের কথা গাজা-ইসরায়েল কেউ শুনছে না, আর তাদের সহকারী পররাষ্ট্র মন্ত্রী সফরে এলে বিএনপিকে মদদ দেবে বিশ্ব রাজনীতি সেই পর্যায়ে নেই। যারা দাপট দেখাতে আসতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।