সবদিক দিয়ে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে : নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
সবদিক দিয়ে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী তিন মাসের রিজার্ভ শূন্যতে পৌঁছে যাবে।
ঋণ করে সরকার রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিরোধী দলের চেয়ে ক্ষমতায় এসে সরকার বেশি কষ্টে ও চিন্তায় আছে । খুব শীঘ্রই আওয়ামী লীগ নেতাদের হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে হবে। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবে দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতিনের মৃত্যুবার্ষিকীতে ‘ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে লেবার পার্টি।
সভায় বক্তারা বলেন, চলমান আন্দোলনে আর ১০ শতাংশ এগোলে, সফলতা আসবে। এজন্য সবাইকে একই ব্যানারে আসার আহ্বান জানান তারা।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলনের মাধ্যমে জোরে ধাক্কা দিলেই পড়ে যাবে সরকার।
দেশের টাকা ভারতে চলে যাচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সর্বদিক থেকে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার।
বিদেশি ঋণ বেড়েছে, কমছে রিজার্ভ জানিয়ে তিনি বলেন, ঋণ করে সরকার রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে।