পাবনার বেড়া পাউবোর ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীর একযোগে বদলির আবেদন
- আপডেট সময় : ০৭:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ১৬০৯ বার পড়া হয়েছে
পাবনার বেড়ায় পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ৩৭ জন কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি চেয়ে আবেদন করেছেন। এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। একযোগে বদলীর আবেদন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের রোষানলে পড়েছেন তারা। আবেদন প্রত্যাহারে অফিস ফাঁকা রেখেই নির্বাহী প্রকৌশলীসহ ৯ জন কর্মকর্তা ঢাকার অফিসে ধর্ণা দিচ্ছেন। এ সম্পর্কে জানেন না খোদ কর্মকর্তারা।
পানি উন্নয়ন বোর্ড বেড়া, পওর বিভাগের বিভিন্ন প্রকার কাজ বুঝিয়ে দেয়া-নেয়া, সম্পন্ন করা এবং লেনদেন নিয়ে বর্তমান কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু। এর জেরে গত ৯ মে স্বেচ্ছায় বদলি চেয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর আবেদন করেন ৩৭ জন কর্মকর্তা-কর্মচারী।
আবেদনে জানানো হয়, স্বার্থান্বেষী একটি গোষ্ঠী কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানি করতে বিভিন্ন দপ্তরে নামে বেনামে চিঠি দিয়েছেন। এমন পরিস্থিতিতে কাজের পরিবেশ নেই দাবি করে স্বেচ্ছায় বদলির আবেদন করেন নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা।
যেখানে অনেকটা চাপ দিয়েই স্বাক্ষর নেয়া হয় অফিসের প্রায় সকল কর্মচারীর। তবে অনেকেই জানেন না বদলীর আবেদনে কি লেখা হয়েছে। অবস্থা বেগতিক দেখে বদলির আবেদন প্রত্যাহার করতে নির্বাহী প্রকৌশলীসহ ঢাকায় যান ৯ জন কর্মকর্তা।
তবে দায়িত্বরত তিন উপ-সহকারি প্রকৌশলীর দাবি, অফিসিয়াল কাজে ঢাকায় গেছেন কর্মকর্তারা।
পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী জানান, অনুমতি বা ছুটি ছাড়া এভাবে একসাথে সবার কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই।
নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় নিজেরাই জড়িয়ে পড়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্বে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের।