বাজারে ফের ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের
- আপডেট সময় : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ১৭০৩ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে অনেক দিন ধরেই দিশেহারা সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম বৃদ্ধি যেন প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ফের ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের। এক লাফে ১শ’ টাকা বেড়ে কাঁচা মরিচের কেজি এখন ১৬০ টাকা। কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজির দাম। খুচরা বাজারে ডিমের হালি ৫৫ টাকা। অনেক আগ থেকেই চড়া মাছ-মাংসের বাজার। ক্রেতাদের অভিযোগ, বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকার বারবার হাঁকডাক দিলেও কার্যত কোন নিয়ন্ত্রণ নেই।
নিত্যপণ্যের বাজারে প্রতি সপ্তাহেই মূল্যবৃদ্ধি এখন রেওয়াজ। দীর্ঘদিন ধরেই কাঁচাবাজারে মাছ-মাংস, চাল-ডালসহ মসলাজাত পণ্যের লাগামছাড়া দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাজারে সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম উর্ধ্বমুখী।
হঠাৎ কাঁচামরিচের কেজি ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। সপ্তার ব্যবধানে দাম বেড়েছে বিভিন্ন সবজিরও।
এদিকে, দেশী পণ্যের সাথে সম্পর্ক না থাকলেও ডলারের দাম বাড়ার অজুহাতে আদা-রসুন-পেঁয়াজসহ সব মশলা পণ্যের দামও বাড়তি। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
স্বস্তি নেই মাছ-মাংসের বাজারেও। প্রতিকেজি টেংরা ৮শ’ টাকা, পাবদা সাড়ে ৫শ’ আর শিং ৮শ’ টাকা। সেই সাথে চড়া গরু-খাসি ও মুরগীর মাংসের দাম।
গরীবের পুষ্টি চাহিদার জোগানদাতা ডিমের ফের মূল্যবৃদ্ধি ঘটেছে। প্রতি হালিতে এবার বেড়েছে ৫ টাকা।
বাজেটকে সামনে রেখে সরকারী দলের ইশতেহার বাস্তবায়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান ক্ষুব্ধ ভোক্তাদের।