জমে উঠেছে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নিবার্চন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৮৭০ বার পড়া হয়েছে
শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলা পরিষদ নিবার্চন। আগামী ২১মে ভোট হবে এই তিন উপজেলায়।
এই তিন উপজেলায় ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সকল ধরণের প্রস্তুতির কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, নির্বাচনে কারো পেশিশক্তি ব্যবহারের সুযোগ নেই। এই তিন উপজেলায় হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করায় ভোট হবে উৎসবমুখর বলছেন সংশ্লিষ্টরা।