রাজধানীর ধোলাইখালের আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০২:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
রাজধানীর ধোলাইখালে একটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার নিয়ন্ত্রণে এসেছে।
সকাল সাড়ে ১০টার দিকে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল ১০টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। সূত্রাপুর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করছে। এ ছাড়া সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন নিয়ন্ত্রণে ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আহসান আলী। তবে ব্যাংকের ভোল্ট আগুন লাগেনি। ভবনটির নিচ তলায় দোকানপাট ও দ্বিতীয় তলায় ব্যাংক আর অন্যান্য ফ্লোর গুলো আবাসিক হিসেবে ব্যবহার করা হতো। এদিকে, রাজধানীর কারওয়ান বাজারে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পাশাপাশি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।