আধিপত্যের জেরে নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

- আপডেট সময় : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১৭৮১ বার পড়া হয়েছে
এদিকে আধিপত্য বিস্তারের জেরে নাটোরে মাহফুজ হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকলা এস. আই উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সদর উপজেলার চন্দ্রকলা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ মাঠ থেকে খেলাধুলা করে বাড়ি ফেরার পথে মাহফুজের ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এসময় মাহফুজের পায়ের বিভিন্ন অংশে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে চলে যায় তারা। পরে স্থানীয়রা মাহফুজকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
হামলাকারীদের শনাক্তসহ আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি। এর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে, তার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।