অব্যাহত তাপদাহে ব্রাহ্মণবাড়িয়ায় ঝরে পড়েছে লিচুর মুকুল
- আপডেট সময় : ১১:২১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬৭ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। গত বছরের তুলনায় গাছে গাছে ফুল-ফল বেশী আসলেও বৈরী আবহাওয়ায় মুকুল ঝরে-ফেটে লিচুর আকার হয়েছে ছোট। এতে লাভ ঘরে তুলতে পারবে না বলে আশংকা চাষীদের। কৃষি বিভাগের পক্ষ থেকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে চাষীদের বাঁচাতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।
জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া মিলিয়ে লিচু বাগান রয়েছে প্রায় ১১শ। এর মধ্যে বিজয়নগরের সিঙ্গারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর ইউনিয়নে বাগানের সংখ্যা বেশী। গত বছরের চেয়ে এবার বিজয়নগরে প্রায় ১০ হেক্টর বেশী জমিতে লিচুর আবাদ হয়েছে।চাষীরা জানান, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় লিচু বাগান মুকুলে পরিপূর্ণ হয়ে উঠে। কিন্তু বৈশাখের শুরু থেকে অব্যাহত দাবদাহ আর অনাবৃষ্টিতে ঝরে গেছে মুকুল। গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আশান্বিত হলেও লিচু ঝরে পড়া ও আকার ছোট হওয়ায় সঠিক ফলন নিয়ে চিন্তিত চাষীরা। এর মাঝেও লিচুর বিক্রিতে খুশি তারা।
জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি সিলেট কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসছেন লিচু কিনতে।শুধু পাইকাররা নয়, পরিবার পরিজন নিয়ে লিচুবাগান ঘুরতে আসছেন অনেকেই। এদিকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে চাষীদের বাঁচাতে কৃষি বিভাগের নেয়া নানা পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা।
চলতি বছর জেলায় ২৬ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের।