চুয়াডাঙ্গায় ফের তীব্র তাপপ্রবাহ; জনজীবনে দুর্ভোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / ১৭২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় আবারো তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে । ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী সংখা। বাতাসের আদ্রতা বেশি থাকায় বেশি গরম অনুভব হচ্ছে। ফলে জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে। দিনমজুরা কাজে যেতে পারছে না। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষ চলাচল কমে যাচ্ছে।
অনেকে রাস্তার পাশে সরবত ও তালশাস খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ আশংকাজনক হারে বেড়ে গেছে। নির্ধারিত আসনের বিপরীতে রোগী বেশি থাকায় মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে অনেকের। তার উপর রয়েছে সিলিং ফ্যানের সংকট। গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস । বাতাসের আদ্রতা ৫৮ ভাগ।