বিএনপি দেশে অস্ত্র চোরাচালান ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২১:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশে অস্ত্র চোরাচালান ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেসব কার্যক্রম বন্ধ করে। রাজধানীর বঙ্গবাজারে বহুতল বিপণিবিতান নির্মাণসহ ঢাকা দক্ষিণ সিটির চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় কোথাও যেন মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সেই বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানান সরকার প্রধান। হেদায়েত উল্যাহ সীমান্তের প্রতিবেদন।
গত বছরের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে পোশাকের অন্যতম প্রধান মার্কেট রাজধানীর বঙ্গবাজারে। এতে সব হারিয়ে পথে বসেন ওই মার্কেটের ব্যাবসয়ীরা। অগ্নিকাণ্ডে প্রায় হাজার কোটি টাকার ক্ষতির দাবি জানান ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীদের পুর্নবাসনে বহুতল ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেয় সরকার। সেই প্রতিশ্রুতিতেই বঙ্গবাজারে ১০তলা পাইকারি বিপণিবিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইসগেট পর্যন্ত আট লেন ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি, ধানমন্ডি লেকে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ নামে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করে। ফলে সারাদেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। তবে নগরবাসীকে পানি-বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানান শেখ হাসিনা। রাজধানীর কোথাও যেন মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সেই বিষয়ে নাগরিকদের সচেতন থাকার আহবান জানিয়ে সরকার প্রধান বলেন, যত্রতত্র নয়, নির্দিষ্ট স্থানে পশু কোরবানী করতে হবে। শিশু পার্কগুলো যেন মাদক সেবনের স্থান না হয়, সেদিকে নজর রাখতে ওয়ার্ড কমিশনারদের কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিএনপি দেশে অস্ত্র চোরাচালান ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশ থেকে অস্ত্র চোরাচালন ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দেয়।